Letest

6/recent/ticker-posts

কিভাবে CUPP টুল ইনস্টল করবেন এবং নির্দিষ্ট ব্যাক্তির উপর পাসওয়ার্ড লিস্ট তৈরি করবেন।

আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এই টিউটোরিয়াল থেকে জানতে পারবেন কিভাবে Termux এ CUPP টুল ইনস্টল করতে হয় এবং কোনো নির্দিষ্ট ব্যাক্তির উপর ওয়ার্ডলিস্ট তৈরি করতে হয়। 

আপনি যদি Termux এর নতুন হয়ে থাকেন, তবে আগে অবশ্যই এই আর্টিকেলটা পড়ুন:



যেভাবে CUPP টুল ইনস্টল করবেন এবং নির্দিষ্ট ব্যাক্তির উপর পাসওয়ার্ড লিস্ট তৈরি করবেন।




CUPP কি?


CUPP এর পূর্ণরূপ হলো Common User Passwords Profile. এটি একটি ওয়ার্ডলিস্ট বা পাসওয়ার্ড লিস্ট তৈরি করার টুল। CUPP টুল ব্যবহার করে আপনি সহজেই নির্দিষ্ট ব্যাক্তির উপর পাসওয়ার্ড লিস্ট তৈরি করতে পারবেন। অধিকাংশ মানুষ পাসওয়ার্ড হিসাবে তাদের ব্যাক্তিগত তথ্য ব্যাবহার করে থাকে। তাই আপনি যদি কোনো নির্দিষ্ট ব্যাক্তির ব্যাক্তিগত তথ্য যেমন: সম্পুর্ণ নাম, ডাকনাম, জন্ম তারিখ, পোষা প্রাণী নাম ইত্যাদি জানতে পারেন তবে এগুলো দিয়ে CUPP ব্যাবহার করে খুব সহজেই ওই ব্যাক্তির উপর পাসওয়ার্ড লিস্ট তৈরি করে ফেলতে পারবেন। আর এই পাসওয়ার্ড লিস্ট ব্যাবহার করে ব্রুট ফোর্স অথবা ডিকশনারি অ্যাটাক করতে পারবেন। 








যা যা লাগবে:


২. CUPP GitHub repo - https://github.com/Mebus/cupp



প্রত্যেকটি ধাপ অনুসরন করুন:



ইনস্টলেশন প্রক্রিয়া


১. প্রথমে উপরের লিংকে গিয়ে Termux অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন।

২. তারপর কমান্ড টাইপ করুন,

pkg update


৩. তারপর নিচের কমান্ডটি টাইপ করে পাইথন ইনস্টল করুন,

pkg install python


৪. তারপর git ইনস্টল করার জন্য এই কমান্ডটি ব্যাবহার করুন,


pkg install git


৫. CUPP repository ক্লোন করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন,

git clone https://github.com/Mebus/cupp


৬. CUPP ডিরেক্টিতে যাওয়ার জন্য নিচের কমান্ডটি টাইপ করুন,

cd CUPP


৭. cupp.py ফাইল কে এক্সিকিউট পারমিশন দেওয়ার জন্য নিচের কমান্ডটি টাইপ করুন,

chmod 777 cupp.py


৮. CUPP টুল রান করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন,

python3 cupp.py



CUPP টুল ব্যবহার করে যেভাবে পাসওয়ার্ড লিস্ট তৈরি করবেন।


৯. পাসওয়ার্ড তৈরি করার জন্য প্রথমে নিচের কমান্ডটি টাইপ করুন।

python3 cupp.py -i


১০. তারপর একে একে যে তথ্য গুলো জানেন ওগুলো দিন।


সব কিছু ঠিক মত করে থাকলে CUPP আপনাকে ঐ ব্যাক্তির উপর একটি পাসওয়ার্ড লিস্ট তৈরি করে দিবে।




যদি পোষ্টটি ভালো লাগে তবে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ