Letest

6/recent/ticker-posts

গুগল মেসেজ অ্যাপে ইন্ড টু ইন্ড এনক্রিপশন (E2EE) প্রযুক্তি। কিভাবে এটি চালু করবেন?

গত মাসে গুগল জানিয়েছে কিছু দিনের মধ্যেই অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজ অ্যাপে ইন্ড টু ইন্ড এনক্রিপশন (E2EE) প্রযুক্তি চালু করবে। অসংখ্য প্রতিবেদন থেকে জানা যায়, এই প্রযুক্তিটি ইতিমধ্যে গুগল বেটা টেস্টার দিয়ে পরীক্ষা চালিয়েছে। যার অর্থ সম্ভবত এটি খুব শীঘ্রই অ্যাপের নিয়মিত সংস্করণে প্রদর্শিত হবে।

এটি একটি খুব খুশির খবর। এই ইন্ড টু ইন্ড এনক্রিপশন প্রযুক্তি নিয়ে আসায় মেসেজ আদান প্রদানে আরো বেশি নিরাপত্তা যুক্ত হবে। এই ইন্ড টু ইন্ড এনক্রিপশন প্রযুক্তি নতুন কিছু নয়। এটি অলরেডী টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, অ্যাপল মেসেজ, সিগনাল সহ আরো অনেক অ্যাপে চালু আছে। কিন্তু গুগল মেসেজ অ্যাপের জন্য এটি খুব গুুত্বপূর্ণ একটি আপডেট। 

গুগল মেসেজ অ্যাপে ইতি মধ্যে RCS মেসেজ সমর্থন করে। এর মানে হলো, এটি যেকোনো সাধারণ এসএমএসকে স্ট্যান্ডার্ড টেক্সট মেসেজিং প্রটোকলে রুপান্তর করতে পারে। RCS মেসেজিং সাধারণ এসএমএস এর চেয়ে অনেক ভালো প্রযুক্তি। অবশেষে, তারা ইন্ড টু ইন্ডএনক্রিপশন প্রযুক্তিও চালু করতে যাচ্ছে।




যেভাবে গুগল মেসেজ অ্যাপে ইন্ড টু ইন্ড এনক্রিপশন চালু করবেন।


এই ইন্ড টু ইন্ড এনক্রিপশন প্রযুক্তিটি চালু করার জন্য আপনাকে বেটা ইউজার হতে হবে। না হয় স্ট্যাবল ভার্সন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রথমে নিচে দেখানো পদক্ষেপ অনুসারে চ্যাট ফিচারটি অন করে নিন:


১. গুগল মেসেজ অ্যাপের উপরের তিন ডট এ ক্লিক করুন। তারপর সেটিংস এ চলে যান। 

. তারপর চ্যাট ফিচার নির্বাচন করুন।

. এখন চ্যাট ফিচারটি এনাবল করে দিন।


ব্যাস! কাজ শেষ। সর্বশেষ পাঠানো মেসেজের নিচে একটি তলা🔒 চিহ্ন দেখতে পাবেন। তাছাড়া মেসেজ সেন্ড বাটনেও এটি দেখতে পাবেন।

এই প্রযুক্তি সঠিক ভাবে কাজ করার জন্য দুজনকেই সর্বশেষ ভার্সনটি ব্যাবহার করতে হবে এবং অবশ্যই মোবাইল নেটওয়ার্ক এ RCS সাপোর্ট থাকতে হবে।কিন্তু অন্য সব ক্ষেত্রে যেমন: গ্রুপ চ্যাটে এ প্রযুক্তি কাজ করবে না। গুগল খুব তাড়াতাড়ি এটি সমাধান করবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ