Letest

6/recent/ticker-posts

যেভাবে fsociety হ্যাকিং টুলস ইনস্টল করবেন Termux এ । ফুল টিউটোরিয়াল

 


আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এই টিউটোরিয়াল থেকে জানতে পারবেন কিভাবে Termux fsociety হ্যাকিং টুলস ইনস্টল করবেন।



আপনি যদি Termux এর নতুন হয়ে থাকেন, তবে আগে অবশ্যই এই আর্টিকেলটা পড়ুন:

Termux বেসিক টিউটোরিয়াল সম্পূর্ণ বাংলায়





কিভাবে Termux fsociety হ্যাকিং টুলস ইনস্টল করবেন।




আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে fsociety হ্যাকিং টুলস ইনস্টল করতে হয়। fsociety হ্যাকিং টুলস ব্যবহার করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই অনেক অ্যাডভান্স হ্যাকিং করতে পারবেন । চলুন তার আগে জেনে নেই fsociety টা আসলে কি?



fsociety কি?


fsociety হলো রহস্যময় হ্যাকার Mr. Robot এর তৈরি একটি হ্যাকার সংগঠন। যারা নিউ ইয়র্কের কনি আইলন্ড এ থাকে। তাদের বার্তা হলো: "f**k society."



তো চলুন আর কথা না বাড়িয়ে মূল টিউটোরিয়ালে যাওয়া যাক। যদি বুঝতে কোনো সমস্যা হয় তবে নিচে কমেন্ড করে জানাবেন।



যা যা লাগবে


1. Termux - ডাউনলোড করুন

2. fsociety github repo - https://github.com/Manisso/fsociety.git





সম্পুর্ণ কার্যপদ্ধতি:



ইনস্টলেশন প্রক্রিয়া


১. প্রথমে উপরের লিংকে গিয়ে Termux অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন।


২. তারপর কমান্ড টাইপ করুন,


pkg update



৩. তারপর নিচের কমান্ডটি টাইপ করে পাইথন ইনস্টল করুন,


pkg install python2



৪. তারপর git ইনস্টল করার জন্য এই কমান্ডটি ব্যাবহার করুন,



pkg install git



৫. fsociety repository ক্লোন করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন,


git clone https://github.com/Manisso/fsociety.git



৬. fsociety ডিরেক্টিতে যাওয়ার জন্য নিচের কমান্ডটি টাইপ করুন,


cd fsociety



৭. তার পর টাইপ করুন,


pip2 install requests


৮. fsociety.py ফাইল কে এক্সিকিউট পারমিশন দেওয়ার জন্য নিচের কমান্ডটি টাইপ করুন,


chmod 777 fsociety.py



৮. fsociety টুল রান করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন,


python2 fsociety.py




কি ধরনের টুল ইনস্টল করতে করতে চান তার ক্যাটাগরি নির্বাচন করুন। তার পর আপনার প্রয়োজনীয় টুলটি ইন্সটল করুন




এই টপিকের উপর একটি ভিডিও টিউটোরিয়াল দেখুন:







যদি পোষ্টটি ভালো লাগে তবে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ