Letest

6/recent/ticker-posts

IMEI নম্বর কি ? এবং IMEI নম্বর কি পরিবর্তন করা সম্ভব?




IMEI নম্বর কি?

IMEI এর পূর্ণরূপ হলো International Mobile Equipment Identity । এটি একটি ১৫ ডিজিটের ইউনিক নম্বর যা প্রতিটি আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা হয়ে থেকে, যেগুলো সেলুলার ডিভাইস ব্যাবহার করে থাকে। অর্থাৎ সোজা কোথায় সে সকল ডিভাইস সেলুলার নেটওয়ার্ক ব্যাবহার করে থাকে, তাদের সকলের একটি করে ইউনিক ১৫ ডিজিটের IMEI নম্বর থেকে। এটি প্রত্যেকটি ডিভাইস কে ভিন্ন ভিন্ন ভাবে আইডেন্টিফাই করতে পারে। আমরা এই IMEI নম্বর ব্যাবহার করে আমাদের হারানো বা চুরি যাওয়া মোবাইল, যেটা অন্য একজন ব্যাবহার করতেছে সেটা কে ব্লক করে দিতে পারবো। যখন চুর বা অন্য ব্যাক্তি ফোনে SIM কার্ড ডুকাবে ( অথবা ওই সেলুলার ডিভাইসটি চালু করবে) সাথে সাথে তার IMSI নম্বরটি তার IMEI নম্বরের সাথে রেজিষ্টার হয়ে যাবে।



কিভাবে IMEI নম্বরটি খুঁজে পাবো?

আপনার ফোনের IMEI নম্বরটি জানার জন্য শুরু ডায়াল করুন *#06# এই নম্বরটি। আপনার ফোনে যদি দুটি SIM থাকে তবে আপনি দুটি IMEI নম্বর দেখতে পারবেন।



কিভাবে IMEI নম্বর ব্যাবহার করে সেলুলার ডিভাইস ট্রেস করা হয়? 

আমরা আর্টিকেলের শুরুতে জেনেছি কিভাবে যখন আপনার ফোন অন করেন, তখন আপনার SIM কার্ডের IMSI নম্বরটির সাথে আপনার ডিভাইসের IMEI নম্বরটি রেজিষ্টার হয়। আর এই কাজ গুলো মেইনটেইন করে সেলুলার কোম্পানি গুলো।


এটি আপনাদের সেলুলার ডিভাইস ব্যাবহারে বৈদতা প্রদান করে। এছাড়া আইনের লোক যেমন পুলিশ এটি ব্যাবহার করে সহজেই কারো লোকেশন বের করে ফেলতে পারে। তারা ওই নির্দিষ্ট ডিভাইসের IMEI নম্বর ট্র্যাক করতে থাকে, যখন কেউ ওই ডিভাইসে SIM কার্ড ইনসার্ট করে ডিভাইসটি চালু করে সঙ্গে সঙ্গে ওই ডিভাইসের IMSI নম্বর তারা পেয়ে যায়। আর সেলুলার ডিপার্টমেন্টের সহয়তায় খুব দ্রুত লোকেশন বের করতে সক্ষম হায়।



নন ট্রেস্যাবল সেলুলার ডিভাইস কি?

এমন কিছু ডিভাইস আছে যেগুলো IMEI নম্বর ব্যাবহার করে না। এই ডিভাইস গুলো নেটওয়ার্ক এর সাথে সংযোক স্থাপনের জন্য SIM কার্ড ব্যাবহার করতে হয়না। এই ডিভাইস গুলো স্যাটেলাইট ব্যাবহার করে নেটওয়ার্ক এর সাথে সংযোক স্থাপন করে। এদেরকে স্যাটেলাইট ফোন বলা হয়ে থাকে। কিন্তু আর পরেও এই ডিভাইস গুলো ট্রেস করা সম্ভব। কিন্তু তার জন্য অনেক উন্নত মানের যন্ত্রপাতির প্রয়োজন।



ডাটাবেজ / NVRam ফাইল কি?

অ্যান্ড্রয়েড ডিভাইস IMEI নম্বর এবং অন্যান্য নেটওয়ার্ক ইনফরমেশন একটি ফাইলে সেভ করে রাখে, আর সেটি NVRam ফাইল। এই গোপন ফাইলের মধ্যে ম্যানুফ্যাকচারের সকল তথ্য এবং ইউজার কোন সেলুলার টাওয়ারের সাথে সংযক্ত হচ্ছে সব কিছু বিস্তারিত লেখা থাকে। কিন্তু এই ফাইলটি ম্যানুফ্যাকচারারা লক করে রাখে। 


কিন্তু এই গোপন ফাইলটিও মডিফাই করা যায়। আর এটি সম্বব হয় যখন কেউ ফোনে সফটওয়্যার ফ্ল্যাশ করে। ফোন ফ্ল্যাশ করার জন্য যে সফটওয়্যার ব্যাবহার করা হয় তার মধ্যে NVRam এর ডাটাবেজ ফাইলটিও থাকে। তাই আপনি চাইলে ওই ডিভাইসের স্টক রমের ডাটাবেজ ফাইলটি পরিবর্তন করতে পারেন।



কিভাবে IMEI নম্বরটি পরিবর্তন করব?

হ্যা, IMEI নম্বর পরিবর্তন করা সম্ভব। ফোনে স্টক রম ফ্ল্যাশ করার সময় এটি করা যায় ( যে ভাবে ডিভাইসটি তৈরির সময় ম্যানুফ্যাকচারারা করেছেন) । তাছাড়া, ফোন রুট করে বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করেও IMEI নম্বর পরিবর্তন করা যায়। বেসিক ফোন গুলোতে IMEI নম্বর পরিবর্তন করার জন্য IMEI কাটার নামে একটি যন্ত্রের সাহায্যে এটি করা হয়। 



শেষ কথা: তো এই ছিল IMEI সংক্রান্ত সমস্ত তথ্য। আশা করি সহজেই সবকিছু বুঝতে পেরেছেন। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানতে পারেন। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ