PHP লোকাল হোস্ট সার্ভার রান করুন আপনার অ্যান্ড্রয়েড ফোনে ।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে Termux ব্যাবহার করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজেই PHP লোকাল হোস্ট সার্ভার রান করবেন। এর ফলে যে কোনো PHP ফাইল সহজেই রান করতে পারবেন। দয়া করে সম্পুর্ণ পোস্টটি ভালো করে পড়বেন। যদি বজতে কোনো সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
কাজটি সম্পুর্ণ সঠিক ভাবে করার জন্য আপনার অবশ্যই এই জিনিস গুলা লাগবে। তাই আগে এই স্টেপ সম্পুর্ণ করন।
যা যা লাগবে:
১. Termux - ডাউনলোড করুন
সম্পুর্ণ পদ্ধতি অনুসরণ করুন:
১. উপরের ডাউনলোড লিংকে গিয়ে play store থেকে Termux অ্যাপটি ডাউনলোড করুন।
২. তারপর Termux ওপেন করুন। এবং কমান্ড টাইপ করুন,
pkg update
৩. Termux এর প্যাকেজ আপডেট হওয়ার পর, PHP ইনস্টল করার জন্য নিচের কমান্ডটি টাইপ করন,
pkg install php
৪. এখন আপনার ফোন মেমোরিতে জান এবং নতুন একটা ফোল্ডার তৈরি করুন। এর এই নতুন ফোল্ডার নাম দিন 'www'
৫. এখন আপনি যে PHP ফাইল গুলো রান করতে চান ওই ফাইল গুলো এই 'www' ফোল্ডার এর ভিতরে রাখুন।
৬. তারপর আবার Termux এ যান এবং কমান্ড টাইপ করুন,
php -S 127.0.0.1:[port] -t /sdcard/www
বি. দ্রঃ এখানে port এর জায়গায় আপনি যেকোনো এরকম সংখ্যা দিবেন - 80,8080,4444,5656
৭. এন্টার করার পর PHP সার্ভার স্টার্ট হবে। এখন আপনি যেকোনো ওয়েব ব্রাউজার এ গিয়ে নিচের দেখানো মত ওয়েব অ্যাড্রেস দিবেন,
127.0.0.1:[port]
অথবা,
localhost:[port]
*Port এর জায়গায় ওই আগের একই পোর্ট দিবেন।
ব্যাস কাজ শেষ। আপনার কাংখিত ওয়েব পেজটি দেখতে পাবেন।
তো এখন আপনি খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে PHP লোকাল হোস্ট সার্ভার রান করবেন পারবেন।
যদি পোস্টটি ভালো লাগে তবে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ