Letest

6/recent/ticker-posts

কোনো প্রকার রুট ছাড়াই সকল বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করুন।


হ্যাল্লো বন্ধুরা, আসা করি সকলেই ভালো আছেন। এই আর্টিকেল থেকে আপনি শিখতে পারবেন, কিভাবে খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে আসা সকল বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন। তাও আবার কোনো প্রকার রুট ছাড়াই।



বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করুন কোনো প্রকার রুট ছাড়াই।




আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আসা সকল বিরক্তিকর বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবেন। এতে আপনার অনেক সময় এবং ডাটা দুটোই বেচেঁ যাবে । এটি ভিপিএন বেজড কানেকশন তাই আপনার ইন্টারনেটের গতি কিছুটা কমে যেতে পারে। দয়া করে সম্পুর্ণ পোস্টটি ভালো করে পড়বেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলুন আজকের টিউটোরিয়াল শুরু করা যাক। 



কাজটি সম্পুর্ণ সঠিক ভাবে করার জন্য আপনার অবশ্যই এই জিনিস গুলা লাগবে। তাই আগে এই স্টেপ সম্পুর্ণ করন।


যা যা লাগবে:

১. AdAway 



প্রত্যেকটি ধাপ সঠিক ভাবে অনুসরণ করুন: 

১. উপরের ডাউনলোড লিংকে গিয়ে AdAway অ্যাপটি ডাউনলোড করুন।

২. তারপর AdAway অ্যাপটি ওপেন করুন।


৩. তারপর VPN based ad blocking সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করুন।


৪. প্রয়োজনীয় ফাইল ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।  

৫. তারপর আবার Next এ ক্লিক করুন।


৬. ব্যাস কাজ শেষ। AdAway সফল ভাবে আপনার ফোনে চালু হয়েছে। 



এখন নিশ্চিন্তে ব্রাউজিং করুন কোনো প্রকার বিরক্তিকর অ্যাডসের দেখা ছাড়াই। 




যদি পোস্টটি ভালো লাগে তবে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোনো সমস্যা হলে কমেন্ট জানতে ভুলবেন না। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ