Letest

6/recent/ticker-posts

Termux সম্পুর্ণ বাংলা টিউটোরিয়াল A to Z । নতুনরা কোনো ভাবেই মিস করবেন না।



আসসালমুআলাইকুম আসা করি সবাই ভালো আছেন। এই আর্টিকেল থেকে শিখতে পারবেন Termux কি, Termux কমান্ড লাইনে কি এবং কিভাবে Termux ব্যাবহার করতে হয়। এখন থেকে আপনি কিছু Termux কমান্ড জেনে নিতে পারবেন।



Termux সম্পুর্ণ বাংলা টিউটোরিয়াল A to Z । 




Termux কি?


Termux একটি শক্তিশালী অ্যান্ড্রয়েড অ্যাপিকেশন, যেটি ব্যাবহার করে আপনি লিনাক্স প্যাকেজ আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করতে পারবেন।

Termux ব্যাবহার করে আপনি শেল, পাইথন, সি, পার্ল, রুবি, জাভা, এবং আরো প্রয়োজনীয় প্যাকেজ ইনস্টল করতে পারবেন। আপনি termux ব্যাবহার করে কিছু হ্যাকিং টুল/স্ক্রিপ্টস ইনস্টল করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে। উদাহরণস্বরূপ : Nmap, Hydra, sqlmap এবং আরো অনেক।


Termux কমান্ড লাইন কি?


এক কথায়, termux কমান্ড হলো টার্মিনাল কমান্ড যে গুলো ব্যাবহার করে কিছু নির্দিষ্ট কাজ সম্পাদন করা হয়। এই কমান্ড গুলো লিনাক্স এর কমান্ডারের মতোই।




Termux কমান্ডারের তালিকা:



কিছু সহজ কমান্ড, যে গুলো মাধ্যমে termux এ ফাইল অ্যাকসেস এবং মানাজিং করা হয়।



১. Termux কে স্টোরেজ পারমিশন দেওয়ার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন। 


termux-setup-storage


২. ডিরেক্টরি পরিবর্তন এবং ব্যাবহার করতে নিচের কমান্ডটি ব্যাবহার করুন।

cd


৩. Termux এর ডিফল্ট ডিরেক্টরি হলো /data/data/com.termux/files/home 

আপনি নিচের কমান্ডটি ব্যাবহার করে যেকোনো সময় ডিফল্ট হোম ডিরেক্টরিতে আসতে পারবেন।

cd $HOME


৪. আপনি এখন কোন ডিরেক্টরিতে আসেন সেটা দেখার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন।

pwd


৫. Termux এ তালিকা দেখার কমান্ড



ক. বর্তমান ডিরেক্টরির সাব ডিরেক্টরি এবং ফোল্ডারের মধ্যে থাকা কন্টেন্ট গুলো দেখার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন।


ls


খ. লুকানো ফোল্ডার, সাইজ, মডিফাইড তারিখ এবং সময় দেখার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন

ls -l


৬. এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডার এ ফাইল কপি করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন


cp (file path) (target path)


উদাহরণ: cp /sdcard/download/file $HOME



৭. একই ভাবে এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডার এ ফাইল মুভ করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন।

mv


উদাহরণ: mv /sdcard/download/file $HOME


৮. নতুন ফোল্ডার তৈরি করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন।



mkdir

উদাহরণ: mkdir New 



৯. ফোল্ডার এবং ফাইল ডিলেট করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন।


rm -rf (file or directory name)
Or
rm -r (file or directory name)

উদাহরণ: rm -r New


১০. Termux জিপিং এবং উনজিপিং কমান্ড।



ক. জিপ ফাইল তৈরি করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন

zip


খ. জিপ ফাইল আনজিপ করার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন

unzip



১১. Termux ভিউ কমান্ড


ক. PHP ফাইল দেখার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন


echo [file name]

খ. txt ফাইল দেখার জন্য নিচের কমান্ডটি ব্যাবহার করুন

cat


গ. কোনো প্যাকেজ এর বিস্তারিত তথ্য জানতে নিচের কমান্ডটি ব্যাবহার করুন


apt show [package name]


১২. Termux নেটওয়ার্কিং কমান্ড



ক. বর্তমান নেটওয়ার্কের বিস্তারিত তথ্য জানতে নিচের কমান্ডটি ব্যাবহার করুন

ifconfig


খ. কোনো ওয়েবসাইট আপনি অ্যাকসেস করতে পারবেন কিনা টা জানতে নিচের কমান্ডটি ব্যাবহার করুন

ping

উদহারন: ping google.com




Termux এর কিছু সন্দর্যবোদক কমান্ড



১. আপনার ফোনে ম্যাট্রিক্স ইফেক্ট দেখতে চাইলে নিচের স্টেপ অনুসরণ করুন

প্রথমে ম্যাট্রিক্স ইনস্টল করার জন্য নিচের কমান্ডটি টাইপ করুন,

pkg install cmatrix

তারপর শুধু টাইপ করুন

cmatrix


২. একটি চলন্ত ট্রেন termux এ দেখার জন্য নিচের স্টেপ অনুসরণ করুন,


sl ইনস্টল করার জন্য নিচের কমান্ডটি টাইপ করুন

pkg install sl

তারপর টাইপ করুন

sl

এরপর একটা চলন্ত ট্রেন যাওয়া শুরু করবে।



৩. Termux কোনো শব্দ বড় করে দেখতে চাইলে নিচের স্টেপ অনুসরণ করুন,

প্রথমে এর জন্য figlet ইনস্টল করুন নিচের কমান্ডটি টাইপ করে।

pkg install figlet

তারপর নিচের মত করে টাইপ করুন,

figlet [your text]

উদাহরণ: figlet tech



৪. কোনো শব্দ বড় এবং রঙিন দেখার জন্য নিচের স্টেপ অনুসরণ করুন,


নিচের কমান্ডটি টাইপ করে toilet ইনস্টল করুন।

pkg install toilet


তারপর টাইপ করুন,

toilet [your text]

আপনি চাইলে রঙের কম্বিনেশন ব্যাবহার করতে পারবেন

যেমন: toilet -f mono12 -F gay [your text]


আরো কিছু প্রয়োজনীয় কমান্ড

১. ব্যাকগ্রাউন্ড e কোন কোন টাস্ক চলতেসে সেটা দেখার জন্য নিচের কমান্ডটি টাইপ করুন, 

top


২. Termux এ ক্যালেন্ডার দেখার জন্য নিচের কমান্ডটি টাইপ করুন,

cal




তো এই ছিল termux এর বেসিক টিউটোরিয়াল। আসা আরি আর্টিক্যাল আপনারা এনজয় করেছেন। যদি ভালো লাগে তবে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। 



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ