আসা করি সবাই ভালো আছেন। এই টিউটোরিয়াল থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার নন রুটেড ফোনে ইউটিউব মোড আপ বা ইউটিউব ভ্যান্সড ইনস্টল করবেন।
যেভাবে নন রুটেড ফোনে ইউটিউব ভ্যান্সড ইনস্টল করবেন এবং অ্যাডস ছাড়া ইউটিউব ভিডিও ও আরো প্রিমিয়াম ফিচার উপভোগ করবেন।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভ্যান্সড ম্যানেজার ( Vanced Manager) দিয়ে আপনার নন রুটেড অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউব ভ্যান্সড করবেন। তাছাড়া, কিভাবে মাইক্রো-জি ইনস্টল করবেন এবং মাইক্রো-জি (MicroG) ব্যাবহার করে ইউটিউব ভ্যান্সড এ আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করবেন। এছাড়া আপনি ইউটিউব ভ্যান্সড ব্যাবহার করে ইউটিউবের অনেক প্রিমিয়াম ফিচার উপভোগ করতে পারবেন। উল্লেখযোগ্য ইউটিউব ভ্যান্সড এর ফিচার গুলো হলো -
Built-in adblocker,
Background playback,
White,black and dark themes,
Override Maximal Resolution,
Pinch to Zoom (for all devices),
PiP - Picture in Picture mode আরো অনেক।
তাই পোস্টটি ভালো করে পড়বেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তবে নিচের এই টিউটোরিয়াল উপর একটি ভিডিও আছে সেটিও আপনি দেখতে পারেন। এছাড়া নিচে কমেন্ট করেও জানতে পারেন।
যা যা লাগবে:
১. Vanced Manager
প্রত্যেকটি ধাপ সঠিক ভাবে অনুসরণ করুন:
১. প্রথমে উপরের লিংকে গিয়ে vanced manager অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন।
২. তারপর, vanced manager অপেন করুন।
৩. তারপর nonroot এর নিচে এ ক্লিক করুন ।
৪. এখন, প্রথমে মাইক্রো-জি ডাউনলোড করুন।
৫. ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করার জন্য unknown sources এনাবল করুন।
৬. তারপর মাইক্রো জি ইনস্টল করুন।
৭. তারপর, ইউটিউব ভ্যান্সড ডাউনলোড করুন।
৬. এখন, থিম, ভার্সন এবং ভাষা পছন্দ করে ডাউনলোড সম্পুর্ণ করুন। তারপর, ইউটিউব ভ্যান্সড ইনস্টল করুন।
আশা করি, আপনি সফল ভাবে youtube vanced ইনস্টল করতে পেরেছেন। এনজয় করুন অ্যাডস ফ্রী ইউটিউব ভিডিও।
যদি কোনো সমস্যা হয়, কমেন্টে জানান। আজ এই পর্যন্ত। যদি পোস্টটি ভালো লাগে তবে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন নাহ। ধন্যবাদ ।
0 মন্তব্যসমূহ