আসা করি সকলেই ভালো আছেন। এই আর্টিকেল থেকে আপনি শিখতে পারবেন, কিভাবে Termux এ Ngrok ইনস্টল করতে হয় এবং Ngrok ব্যাবহার করে কিভাবে পোর্ট ফরওয়ার্ডিং করতে হয়।
Termux এর মধ্যে Ngrok ইনস্টল করে পোর্ট ফরওয়ার্ডিং করুন।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পোর্ট ফরওয়ার্ডিং ( Port Forwarding) করতে হয় Ngrok ব্যাবহার করে। তার আগে চলুন জেনে নেওয়া যাক Ngrok কি এবং পোর্ট ফরওয়ার্ডিং কি?
Ngrok কি?
NGROK আপনার লোকাল মেশিনের এর পাবলিক URL এর একটি নিরাপদ সুড়ঙ্গ সৃষ্টি করে । আপনি চাইলে আপনার লোকাল ওয়েবপেজ ব্রাউজ করতে পারেন। কিন্তু যখন আপনি Ngrok চলো করবেন, তখন এটি আপনার লোকাল ওয়েবপেইজের একই পোর্ট ব্যাবহার বাহিরের অন্যান্য ওয়েব রিকোয়েস্ট গ্রহণ করতে সক্ষম হয়।
পোর্ট ফরওয়ার্ডিং কি?
পোর্ট ফরওয়ার্ডিং কে অনেকে পোর্ট ম্যাপিং ও বলে। এর ফলে
আসা Ngrok কি এবং পোর্ট ফরওয়ার্ডিং কি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলুন আজকের টিউটোরিয়াল শুরু করা যাক।
যা যা লাগবে:
১. Termux - ডাউনলোড করুন
২. Ngrok
প্রত্যেকটি ধাপ সঠিক ভাবে অনুসরণ করুন:
১. প্রথমে উপরের লিংকে ক্লিক করে ngrok এর অফিসিয়াল ওয়েবসাইট এ চলে যান। তারপর সাইন আপ করুন। তারপর লগইন করুন।
২. সাইনইন করার পর আপনি Ngrok ডাউনলোড করার পেজ দেখতে পাবেন।
৩. এখন Ngrok ডাউনলোড করার জন্য Download for linux (ARM) এই বাটনে ক্লিক করুন।
৪. ডাউনলোড শেষ হলে , Termux ওপেন করুন। Ngrok ব্যাবহার করার জন্য এটিকে termux এর হোম ডিরেক্টরিতে নিয়ে আসতে হবে। সে জন্য নিচের কমান্ডটি টাইপ করুন।
cp /sdcard/download/ngrok-stable-linux-arm.zip $HOME
৫. তারপর নিচের কমান্ড টাইপ করে zip ফাইল টিকে unzip করুন।
unzip ngrok-stable-linux-arm.zip
৬. এখন আপনাকে নগ্রক এর সাথে আপনার একাউন্ট সংযোগ করুন। এর জন্য আবার ngrok ডাউনলোড পেজ চলে যান এবং authtoken কমান্ডটি খুঁজে বের করে কপি করে নিয়ে আসুন। তারপর termux এসে পেস্ট করুন।
এইটা দেখতে কিছুটা এই রকম হবে:
./ngrok authtoken 1j81S2IYu9yt66fdeu98tgy8ugt5gt66tgrrt
৭. ওকে এখন Ngrok রান করার জন্য নিচের কমান্ডটি টাইপ করুন। তবে এন্টার করার আগে অবশ্যই আপনার ফোনের হটস্পট টি অন করে নিবেন।
./ngrok http [port*]
*Port= যে পোর্ট টি ফরওয়ার্ড করতে চান ওই পোর্ট এখানে দিন। যেমন: 80,8080,4444,5656
৮. সবকিছু ঠিকঠাক ভাবে করে থাকলে নিচের মত আপনার ফরওয়ার্ড পাবলিক URL দেখতে পারবেন।
যদি পোস্টটি ভালো লাগে তবে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোনো সমস্যা হলে কমেন্ট জানতে ভুলবেন না। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ